ইরানকে মোকাবেলার শক্তি শত্রুদের নেই বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
আজ সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে আইআরজিসি'র নৌ ইউনিট পরিদর্শনের সময় বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরানের রাজতান্ত্রিক সরকার আমেরিকার মোকাবেলায় নতজানু নীতি অনুসরণ করেছে। কিন্তু বিপ্লবের পর সব পাল্টে গেছে। শত্রুদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে।
তিনি বলেন, বিপ্লবের মধ্যদিয়ে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ইরানি জাতি মুক্তি ও স্বাধীনতা পেয়েছে। ইসলামী মূল্যবোধের আলোকে পথ চলার সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছে।
ইরানের এই কমান্ডার আরও বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর শত্রুদের ষড়যন্ত্র বেড়ে যায়। তারা যুদ্ধ ও নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।
শত্রুরা ইরানের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতে এখনও সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে জানান মেজর জেনারেল সালামি।
বিডি প্রতিদিন/আরাফাত