রাশিয়া যেকোনো সময় হামলা করতে পারে- এমন আশঙ্কার মধ্যে বিশ্বের ১৩টি দেশ আগেই নিজ দেশের নাগরিক ও কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। উত্তেজনার এমন চরম মুহূর্তে দেশটিতে গ্রিসের দুই নাগরিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
জানা গেছে, সংঘাতপীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই প্রবাসী নিহতের তথ্য নিশ্চিত করেছে।
গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে এক দুর্ঘটনায় তাদের দুই নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। হতাহতের ঘটনার জন্য ইউক্রেনের তিন সেনা দায়ী বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক