তবে কি যুদ্ধ আর আটকানো যাবে না? ইউক্রেনে কি তবে হামলা করবেই রাশিয়া? ম্যাক্সারের উপগ্রহ চিত্র সে ইঙ্গিত আগেই দিয়েছে। তাতে দেখা গেছে, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুস, ক্রিমিয়া, পশ্চিম রাশিয়াতে বিপুল সেনা মজুদ করেছে রাশিয়া।
এমন কঠিন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে রুশ সেনাদের সঙ্গে মার্কিন সেনারা যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ‘আপাতত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে দূতাবাসটি স্থাপন করা হবে। দূতাবাস স্থানান্তরের এই বিষয়টি সাময়িক।’ এর আগে, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইউক্রেনে আমেরিকার সেনারা রাশিয়ার সেনাদের সাথে লড়াইয়ে নামবে না। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই ইঙ্গিত দিয়েছেন।
জন কিরবি বলেন, ইউক্রেনে যেকোনও দিন রাশিয়া আক্রমণ করতে পারে- এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। যেকোনও সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন জন কিরবি। সূত্র : এএফপি ও দ্য হিল।
বিডি-প্রতিদিন/শফিক