তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দীর্ঘ প্রায় এক দশক পরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার দেশটির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বিরাট এক নৈশ ভোজের আয়োজন করেছে।
বার্তা সংস্থা আনাদোলু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আবুধাবির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন। সফরের প্রথম দিন সোমবার রাতে এরদোগানের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। আবুধাবিতে পৌঁছালে সোমবার তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়।
এরদোগান সেখানে পরিদর্শন বইয়ে লেখেন— ‘আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে আমিরাত সফরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আশা করি এখানে আমরা দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চুক্তি করতে পারব।’
সোমবার এরদোগানের সফরের প্রথম দিনে আমিরাতের সঙ্গে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কূটনীতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সফরের শেষ দিনে আজ মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শনে যাবেন এরদোগান।
বিডি প্রতিদিন/আবু জাফর