ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সৈন্য মোতায়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে-যেকোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া।
এ পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে প্রস্তুত দেশটির প্রবীণ নারীদের সংগঠন ‘বাবুশকা ব্যাটালিয়ন’।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাবুশকা ব্যাটালিয়নের ৭৯ বছর বয়সী ভ্যালেন্টিনা অস্ত্র হাতে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তিনি নিজের শহরকে রক্ষা করতে চান।
২০১৪ সালে দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছায় কাজ করে আসছেন ভ্যালেন্টিনা। বাবুশকা ব্যাটালিয়ন নামের যে দলটির সঙ্গে তিনি জড়িত, সে সময় এর স্বেচ্ছাসেবী সদস্যরা পরিখা খনন করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন, এমনকি বাদ ছিল না টাওয়ারের দেখভালও।
ভ্যালেন্টিনা জানিয়েছেন, প্রয়োজনে বয়স্ক নারীদের বাবুশকা ব্যাটালিয়ন এর প্রতিরোধ করবে।
তিনি বলেন, আমি আমার শহরকে ভালোবাসি। আমি চলে যাচ্ছি না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না। হ্যাঁ, যুদ্ধ ভয়ঙ্কর। তবে আমরা শেষ পর্যন্ত ইউক্রেনের পক্ষে থাকবো।
ভ্যালেন্টিনা শহরের বাসিন্দাদের কীভাবে প্রস্তুত হতে হবে এবং নিজেদের রক্ষা করতে হবে-তা শেখাতে একটি ইভেন্টে এসব কথা বলেছিলেন।
লিউডমিলা স্মাহলেঙ্কো নামে ৬৫ বছর বয়সী এক নারী বলেন, ‘রাশিয়া আক্রমণ করলে আমি যুদ্ধ করতে প্রস্তুত, এমনকি যদি আমাকে তাদের সাথে মুষ্টিযুদ্ধে নামতে হয়। তারা আমাদের ভাই নয়।’
তিনি আরও বলেন, ‘আপনি সৈন্যদের সাহায্য করার চেষ্টা করুন এবং তারা আপনার বাচ্চাদের মত হয়ে যাবে। তারপর তাদের একজন মারা যায়। এখন অনেক কিছু চলে গেছে এবং এটি আপনার বাচ্চাদের প্রতিবার মারা যাওয়ার মতো’
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন