রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দামেস্ক সফরে গেলেন শোইগু।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সাক্ষাতে আসাদ ও শোইগু ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও সামরিক সহযোগিতা’ নিয়ে কথা বলেন।
এ সাক্ষাতের আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে রাশিয়ার নৌমহড়া পরিদর্শন করেন। তিনি সিরিয়ার তারতুস বন্দরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। পূর্ব ভূমধ্যসাগরে চলমান নৌমহড়ায় রাশিয়ার ১৫টি যুদ্ধজাহাজ ও লজিস্টিক সাপোর্ট জাহাজ অংশ নিচ্ছে।
সিরিয়ার হামেইমিম শহরে রাশিয়ার একটি বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরে একটি নৌঘাঁটি রয়েছে। সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করতে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় সরাসরি সেনা পাঠায়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর বিজয়ে রাশিয়ার এ সহযোগিতা নিয়ামক ভূমিকা পালন করে।
সিরিয়ায় ২০১১ সালে আমেরিকা, সৌদি আরব ও তাদের সহযোগীরা ব্যাপকভাবে সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে রাশিয়ার সরাসরি সামরিক হস্তক্ষেপ ও ইরানের সামরিক পরামর্শের ওপর ভর করে সিরিয়ার সেনাবাহিনী ওই যুদ্ধে জয়ী হয়।সিরিয়ার কোনো কোনো এলাকায় এখনও যেসব সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে তারাও পরাজিত হওয়ার মুখে রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন