রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সেনারা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামলা। তবে এখনো বড় ধরনের বিমান ও জলপথ থেকে কোনো হামলা চালায়নি রাশিয়া। যদিও জোরদার হামলা চালানো হচ্ছে রকেট বা ক্ষেপণাস্ত্র-ট্যাঙ্ক নিয়ে।
এমন পরিস্থিতিতে রাশিয়ান এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পর্তুগাল। ইউক্রেনে রুশ হামলার পাল্টা জবাবে এ পদক্ষেপ নিল দেশটি।
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় রবিবার টুইটবার্তায় এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পাল্টা জবাবে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে এ পদক্ষেপ নেওয়া হলো।
মন্ত্রণালয় জানায়, পর্তুগাল ইউক্রেনকে সামরিক সরঞ্জাম যেমন ওয়েস্টকোট, হেলমেট, নাইট ভিশন গ্লাস, গ্রেনেড, গোলাবারুদ, পোর্টেবল রেডিও, অটোমেটিক রাইফেল দিয়ে সহযোগিতা করবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ