ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
এদিকে, হামলার পঞ্চম দিন সোমবার রুশ বাহিনীর অভিযানের মন্থর হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
তাদের দাবি, “দখলদার রুশ বাহিনীর আর বেশি আক্রমণাক্ত গতিতে এগোতে পারছে না। তাদের গতি কমে গিয়েছে। তবে তারা এখনও কয়েকটি অঞ্চলে সাফল্য পেতে চেষ্টা করে যাচ্ছে।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম