জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জানিয়েছেন, ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশুও আছে।
এ পর্যন্ত নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন চার লাখ ২২ হাজার মানুষ। সংস্থাটির প্রধান মিশেল ব্যাশেলেট বলেন, ‘অধিকাংশ মানুষই বিমান হামলা, গোলাবর্ষণ ও রকেট ছোড়ার মতো বিস্ফোরণে মারা গেছেন।’
এছাড়াও ইউক্রেনের ভেতরে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে আরও এক লাখের বেশি মানুষ। প্রতিবেশী দেশগুলো আশ্রয় নেয়া মানুষদের শরণার্থী হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।
সূত্র: ডেইলি সাবাহ
বিডি প্রতিদিন/নাজমুল