রাশিয়ার সেনাদের অস্ত্র পরিহার করার আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও বার্তায় তিনি রাশিয়ান সেনাদের অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনার অস্ত্র রেখে দিন। আপনাদের নির্দেশদাতাদের বিশ্বাস করবেন না। তাদের প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না। নিজেদের জীবন বাঁচান।
এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতি অবসানের জন্য বেলারুশের সীমান্তবর্তী এলাকায় রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, এই আলোচনার মূল লক্ষ্য হলো দ্রুত যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল