বেলারুশ সীমান্তে যুদ্ধ অবসানে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এর মাঝেই ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, খারকিভে রাশিয়ান রকেট হামলায় বেশ কয়েকজন মানুষ মারা গেছেন।
তবে হতহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। অ্যান্তন হারাশশেঙ্কো বলেন, ‘খারকিভে বড় ধরনের রকেট হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আহত হয়েছে শতাধিক মানুষ।’
তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল