রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে পশ্চিমাদের এমন দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সাথে আলোচনায় মস্কোতে পুতিন এই দাবি করেন। বৈঠকের পর পুতিনের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে জানানো হয়, ‘পশ্চিমারা যাকে নিষেধাজ্ঞা বলে চালানোর চেষ্টা করছে, আমি তাকে বলি মিথ্যার সাম্রাজ্য। তারা এখন সেই মিথ্যা আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।’
পশ্চিমাদের সাথে এমন উত্তেজনার মধ্যেই বেলারুশের সীমান্তবর্তী এলাকায় আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল