পুতিনের আদেশে উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে রাশিয়ার স্ট্রাটেজিক মিসাইল ফোর্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, ‘দায়িত্ব অনুযায়ী স্ট্রাটেজিক মিসাইল ফোর্সের উত্তর ও প্রশান্ত মহা-সাগরীয় নৌবহর, সাথে দূর পাল্লার উড্ডয়নের দায়িত্বে থাকা বাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে। সাথে বাহিনীতে লোক সংখ্যাও বাড়ানো হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল