ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান।
সোমবার তিনি আরও বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক উত্তেজনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর দোহা গুরুত্ব দেয়। ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকটে শক্তি প্রয়োগের বিরোধিতা করছে দোহা।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে এই হামলা শুরু হয় রাশিয়ার। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন