ইউক্রেনে রুশ সেনা অভিযানে সার্বিক সহায়তা করায় বেলারুশে নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছে মার্কিন দূতাবাস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার দূতাবাসে আপাতত কাজে লাগছে না এমন কর্মীদেরও যুক্তরাষ্ট্রে ফিরতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী কোনো রকম উস্কানি ছাড়াই অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। তাই নিরাপত্তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল