রাশিয়ার পদাতিক সৈন্যদের বিশাল একটি বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। যে চিত্র আমেরিকার কৃত্রিম উপগ্রহে ধরা পড়েছে। যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা চলছে, তখন কিয়েভের পথে মস্কোর পাঠানো নতুন বাহিনীর এই ছবি প্রকাশ্যে এলো। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, প্রায় ৪০ মাইলের এই পদাতিক বহরের মধ্যে রয়েছে শত শত ট্যাংক, আর্টিলারি এবং লজিস্টিক যুদ্ধযান। সোমবার প্রকাশিত আমেরিকার ওই উপগ্রহচিত্রে নজর রাখছিল যে সংস্থাটি তারাই কিয়েভের পথে চিহ্নিত করেছে রুশ সাঁজোয়া বাহিনীকে।
এদিকে, এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে প্রথম বৈঠকে আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। দ্বিতীয় দফা বৈঠকের আগে দুই দেশের কর্মকর্তারা শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে গেছেন বলে বেলারুশের সংবাদ সংস্থা বেলটাকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বৈঠক থেকে বড় কোনো অর্জনের আশা কোনো পক্ষেরই তেমন ছিল না। ইউক্রেন দাবি করেছে, এখনই যুদ্ধ বন্ধ করে রুশ সৈন্য প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, ক্রেমলিন বলেছে এমন সমাধান হতে হবে যাতে দুই পক্ষের স্বার্থ রক্ষা হয়।
বিডি-প্রতিদিন/শফিক