ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত পাঁচদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকরা।
অভিযানের এই পরিস্থিতিতে রাশিয়া বেলারুশের সবচেয়ে প্রশিক্ষিত সামরিক ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে।
তবে বেলারুশ কর্তৃপক্ষ আগেই সোমবার এই অভিযোগ অস্বীকার করেছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “বেলারুশিয়ান সেনারা ২০২১-২০২২ প্রশিক্ষণ বছরের জন্য সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ পরিকল্পনা অনুসারে কাজগুলো সম্পাদন করছে শুধুমাত্র বেলারুশিয়ান সীমান্তের মধ্যে। তারা ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম