জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুশ সভাপতির মেয়াদ শেষ হওয়ায় আনন্দ প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির অ্যাম্বাসেডর সের্গেই কিসলিতসিয়া রাশিয়ার সভাপতিত্ব শেষ হওয়াকে স্বাগত জানান।
নিয়ম অনুযায়ী প্রতিমাসেই নিরাপত্তা পরিষদের সভাপতি বদলায়। নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্য থেকে একেকটি দেশ রুটিন অনুযায়ী নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে।
জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের অ্যাম্বাসেডর সের্গেই কিসলিতসিয়া বলেন, ‘আমি মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম, কখন তার মেয়াদ শেষ হবে। কখন তিনি প্রেসিডেন্টের পদ ছাড়বেন।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতেই শান্তি রক্ষা মিশন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয়া এবং সামরিক কাজকর্মকে স্বীকৃতি দেয়ার ক্ষমতা আছে।
বিডি প্রতিদিন/নাজমুল