রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে রেখেছে। ইউক্রেনের সাংবাদিক আলাইওনা পানিনা এবং শহরের মেয়রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ‘ইউক্রেন ২৪ টেলিভিশন’ এ এক সাক্ষাৎকারে সাংবাদিক পানিনা বলেন, প্রকৃত অর্থে শহরটি রুশ সেনারা ঘিরে রেখেছে। চতুর্দিকে সৈন্য এবং সামরিক সরঞ্জাম। শহরের প্রবেশপথ এবং বাইরে তারা তল্লাশি চৌকি স্থাপন করেছে।
টেলিভিশন চ্যানেলে ইউক্রেনের এই সাংবাদিক আরও বলেন, দোকানগুলোতে খাবার আনা কঠিন হয়ে পড়েছে। শহরের বাইরে কৃষ্ণসাগর সংলগ্ন ওডেসায় গুদামগুলো অবস্থিত। তবে শহরে পানি এবং বিদ্যুৎ সংযোগ চালু আছে বলে জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহরের মেয়র ইগর কোলিখায়েভ বলেন, খেরসনের প্রবেশস্থলে রুশ সেনারা তল্লাশি চৌকি বসিয়েছে। খেরসন ইউক্রেনের আছে এবং থাকবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ কবিরুল