ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ওপর আগেই নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছিলো জাপান। সেই কথামতোই এবার রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে টোকিও।
এছাড়া রাশিয়ার গুরুত্বপূর্ণ নেতা ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ ছয় নেতার সম্পদ জব্দ করবে জাপান। সাথে রুশ মালিকানাধীন প্রমসভিয়াজ ব্যাংক, ভিনেশেকোনোম ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও থাকছে এই জব্দের তালিকায়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল