ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত পাঁচ দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক অভিযান চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার ষষ্ঠ দিনেও রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে খেরসন শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা। ক্রমেই দেশটির রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা।
এদিকে, রুশ বাহিনীর কাছে কিয়েভের পতন হলেও ইউক্রেন যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি পুতিন কিয়েভসহ অন্যান্য বড় শহরগুলো দখল করেও নেয়, তার মানে এই নয় যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এটি শেষ হবে না। কারণ আমি মনে করি- আপনি যা দেখতে পাবেন তা হল ইউক্রেনীয়রা গেরিলা চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এর ফলে এই যুদ্ধ শেষ তে অনেক বেশি সময় নেবে।” সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/কালাম