ইউক্রেনে রুশ হামলার আজ ৬ষ্ঠ দিন। পূর্ব ইউরোপে ন্যাটো মিত্র দেশটিতে হামলা নিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দারা প্রতিনিয়ত তথ্য প্রকাশ করছে।
সর্বশেষ তথ্যে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রুশ বাহিনী সামান্যই অগ্রসর হতে পেরেছে। লজিস্টিক সমস্যা ফলে রুশ সেনারা অগ্রসরে ব্যর্থ হয়ে উত্তর দিক থেকে গোলাবর্ষণ করছে।
গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভ এবং চেরনেহিভের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ভারি গোলাবর্ষণ করছে। এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের আকাশে শক্ত নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি। এ কারণে তারা ক্ষয়ক্ষতি এড়াতে রাত্রীকালীন অভিযানে জোর দিচ্ছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ কবিরুল