ইউক্রেনে রুশ সেনাদের ধীর অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে এনবিসি টিভি এই খবর প্রকাশ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা যে ব্রিফ করেছেন তার সারাংশ হলো— প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার দেশের সেনাবাহিনীর মন্থর গতি নিয়ে হতাশ।
গোয়েন্দাদের আশঙ্কা— প্রতিবেশী দেশে যুদ্ধ বিস্তারের মাধ্যমে পুতি এই হতাশা মেটাতে পারেন।
মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রেসিডেন্ট পুতিনকে তাদের পরখ করার সুযোগ রয়েছে। ইউক্রেন অভিযানে সেনাবাহিনীর ‘ধীর গতি’ নিয়ে কাছের লোকদের প্রতি তিনি অস্বাভাবিক কর্কশ আচারণ করেছেন। তবে পুতিন মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন বলেও তারা মনে করছেন না।
গার্ডিয়ানের খবর বলছে, যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস মারফি রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে টুইটারে গোয়েন্দা তথ্যের কিছু তথ্য শেয়ার করেছেন।
গত বৃহস্পতিবার রাশিয়ার সেনারা স্থল, জল এবং নৌপথে ইউক্রেন আক্রমণ করে। কিন্তু যে গতিতে তাদের কিয়েভ দখলের কথা ছিল ইউক্রেন বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে সেটা ব্যর্থ হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কবিরুল