ইউক্রেনে রুশ হামলার আজ ৬ষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীনের দূতাবাস।
চীনা দূতাবাস অবশ্য জানিয়েছে, প্রথমে একটি দল গতকালই চলে গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কিয়েভ থেকে চীনা শিক্ষার্থীদের মলদোভায় সরিয়ে নেওয়া হয়েছে।
এই সময়ে এসে কিয়েভ থেকে চীনাদের সরিয়ে নেওয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সম্ভাব্য প্রথম কারণ হলো- চীন প্রথমে ভেবেছিল ইউক্রেনে রুশ হামলা দীর্ঘস্থায়ী হবে না। কিংবা চীনের ধারণা ছিল, রাশিয়া দ্রুত ইউক্রেনের দখল নিয়ে ফেলবে। তার কোনোটিই না হওয়াতে এবার নাগরিকদের সরিয়ে নেওয়ার পথে হাঁটছে দেশটি।
আরেকটি কারণও থাকতে পারে; সেটা হলো- চীনের ধারণা, ইউক্রেনে রাশিয়ার চরম আগ্রাসন নেমে আসবে। যদিও এসব ব্যাপারে চীন প্রকাশ্যে কিছুই বলেনি।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ