খারকিভে রুশ বাহিনীর চালানো বোমা হামলাকে যুদ্ধাপরাধ বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবারের হামলায় তিন শিশুসহ ৯ জন মারা যান। মঙ্গলবারও খারকিভে রুশ হামলার খবর পাওয়া গেছে। জেলেনস্কি বলেন, ‘খারকিভে কামানবাহী বিমান থেকে রাশিয়া নির্বিচার হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ এলাকা আর শান্তিকামী মানুষের ওপরে এমন হামলা পরিষ্কারভাবেই যুদ্ধাপরাধ। আর হাজারো প্রত্যক্ষদর্শী বলছে রাশিয়া মোটেও ভুল করে এই হামলা চালায়নি। রুশ সেনারা পরিষ্কার জানে তারা আসলে কোথায় কাদের ওপর হামলা চালাচ্ছে।’
এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিষয়ে একটি তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌসুলি কারিম খান। তিনি বলেছেন, তার বিশ্বাস সেখানে মানবতার বিরুদ্ধে কোনো না কোনো অপরাধ ঘটে চলেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল