ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া ঠোকাতে এরই মধ্যে দেশটিতে সরাসরি সেনা অভিযানে গেছে রাশিয়া। তার মাঝেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে পশ্চিমাদের কোনো সেনাঘাঁটি বানানো চলবে না।
এদিকে রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, লক্ষ্য পূরণা না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত রাখবে রাশিয়া।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার প্রধান লক্ষ্য হচ্ছে পশ্চিমা হুমকি রুখে দেয়া। আর তিনি আরও জানান রাশিয়ার ইউক্রেন দখলের কোনো ইচ্ছে নেই।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল