ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে মুদ্রা রুবলের দাম ব্যাপক হারে কমতে শুরু করে। এতে রুবলের পতন ঠেকাতে মস্কো স্টক এক্সচেঞ্জের লেনদেন সাময়িকভাবে বন্ধ করা দিয়েছে রাশিয়া।
গতকাল সোমবার থেকে স্টক এক্সচেঞ্জটির লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
গতকাল ডলারের বিপরীতে রুবলের মান রেকর্ড পতন হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রুবলের মানে এ পতন ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সুদহার বাড়িয়ে দ্বিগুণ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক অব রাশিয়া জানায়, সুদহার ৯ দশমিক ৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। রুবলের মান পতনের ফলে দ্রব্যমূল্যে যে প্রভাব পড়েছে তা ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংকটি।
ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। দেশটির মুদ্রা রুবলের মান বেড়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ২৭। অর্থাৎ ১ ডলারে ১০৫ দশমিক ২৭ রুবল। গত শুক্রবারও ডলারের বিপরীতে রুবলের এ মান ছিল ৮৪। পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার ফলে ডলারের বিপরীতে রুবলের মানে এ রেকর্ড অবমূল্যায়ন হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন