ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির চ্যালেনগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে ইউক্রেন সরকার বলছে, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি হয়েছে। ফলে চ্যানেলগুলোর সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার বড় বড় ঢেউ দেখা গেছে।
উল্লেখ্য, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যেকোনো সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করবে। এজন্য সেখানকার বাসিন্দার সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/আবু জাফর