আজভ সাগরের উপকূলবর্তী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি নগরী মারিউপোল। কালমিয়াস নদীর মুখে অবস্থতি নগরীটিকে বর্তমানে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। সেখানে চালানো হচ্ছে তীব্র গোলা ও বোমাবর্ষণ।
নগরীটিতে এখনও প্রায় এক লাখ মানুষ আটকে আছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা চরম খাদ্য, পানি, ওষুধ সংকটে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে এক ফেসবুক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, “সেখানে মানবিক করিডোরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা রুশ বাহিনীর হামলায় বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার একটি মানবিক কলাম রুশ সেনাদের হাতে ধরা পড়ে। ইউক্রেনের সরকারি কর্মী এবং তাদের বাস চালককে বন্দি করা হয়েছে।”
“সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও মঙ্গলবার ওই শহর থেকে সাত হাজার ২৬ জনকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে,” যোগ করেন জেলেনস্কি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
কয়েকদিন আগে মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া। তবে ইউক্রেন সেই আহ্বান প্রত্যাখ্যান করে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম