ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিলে ২০১৪ সালে মস্কোকে শীর্ষ অর্থনীতির দেশ জি-৮ থেকে বের করে দেওয়া হয়। এবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর জোট জি-২০ থেকে রাশিয়াকে বের করে দেওয়ার চেষ্টা চলছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিউদমিলা ভরোবিওভা এই অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে চান। কিন্তু গ্রুপের কয়েকটি সদস্য দেশ এই সম্মেলনে পুতিনের অংশ গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করছে।
রুশ রাষ্ট্রদূত বলেন, শুধু জি২০-ই নয়, আরও অনেক সংগঠন রাশিয়াকে বহিষ্কারের চেষ্টা করছে। পশ্চিমের দেশগুলোর এমন কাজ সঙ্গতিপূর্ণ নয়।
১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০। ইউক্রেনে আগ্রাসনের পরও শীর্ষ অর্থনীতির সংগঠন জি২০-তে রাশিয়াকে রাখা উচিত হবে কিনা যুক্তরাষ্ট্র ও মিত্ররা তা নিয়ে প্রশ্ন তুলছে।
পোল্যান্ড মঙ্গলবার রাশিয়াকে জি-২০ থেকে বের করে দিতে মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের এমন প্রচেষ্টায় চীন, ভারত, সৌদি আরবসহ সংগঠনের অন্যান্য প্রভাবশালী সদস্যরা বাধা দিতে পারে। ফলে, চলতি বছরের বৈঠক অনেক দেশ বয়কট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংগঠনের বর্তমান চেয়ারম্যান ইন্দোনেশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল