পাঁচ বছর পর পর আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবিই করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।
আরেক প্রতিবেশী দেশ জাপানও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ১১শ’ কিলোমিটার পাড়ি দিয়ে এক ঘণ্টা ওড়ার পর এটি জাপানের জলসীমায় পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিবিএম কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এমনকি এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, এমন দাবিই করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে এ দাবি অস্বীকার করেছে কিম জং উনের দেশ। পিয়ংইয়ং জানিয়েছে, তারা স্যাটেলাইট উড্ডয়ন করেছে। তবে এটি আইসিবিএম সিস্টেম পরীক্ষার অংশ।
তবে জাপান বলছে, ছয় হাজার কিলোমিটার যেতে সক্ষম বৃহস্পতিবার পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি। জাতিসংঘ উত্তর কোরিয়াকে আইসিবিএম ও পরমাণু পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল