সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের বিভিন্ন মিত্র দেশ।
এ জন্য ইউরোপীয় কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ দিলেও সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “নিষেধাজ্ঞাগুলো একটু দেরিতে এসেছে।”
ইউরোপীয় কাউন্সিলে বক্তব্যের একটি ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে পোস্ট করেন জেলেনস্কি। তাতে তিনি বলেন, “নিষেধাজ্ঞাগুলো যদি প্রতিরোধমূলক হতো, তাহলে রাশিয়া হয়তো যুদ্ধে যেতে পারতো না।”
জেলেনস্কি বলেন, “আপনারা নর্ড স্ট্রিম ২ ব্লক করেছেন। এজন্য সত্যিই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাতেও একটু দেরি হয়ে গেল। কারণ সময়মতো হলে রাশিয়া গ্যাস সংকট তৈরি করতে পারতো না। অন্তত এই জায়গায় একটি সুযোগ ছিল।”
ইউরোপীয় কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “রাশিয়ার সামরিক বাহিনী মর্যাদা কী তা দেখে না। তারা বিবেক কী তা জানে না। তারা বোঝে না কেন আমরা আমাদের স্বাধীনতাকে এত মূল্যবান মনে করি। এটিই নির্ধারণ করে কিভাবে দেশটি বাঁচবে।”
জেলেনস্কি বলেন, “রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনে ২৩০টি স্কুল, ১৫৫টি কিন্ডারগার্টেন ধ্বংস করেছে এবং ১২৮ শিশুকে হত্যা করেছে।”
“পুরো শহর, পুরো গ্রাম। পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিছুই অবশিষ্ট নেই। রাশিয়ান সামরিক বাহিনী সাংবাদিকদের হত্যা করেছে। যদিও তারা তাদের মাঝে ইনস্ক্রিপশন ‘প্রেস’ দেখেছিল। তাদের হয়তো পড়া শেখানো হয়নি। কেবল শেখানো হয়েছে কীভাবে হত্যা করতে হয়।
ভাষণে জেলেনস্কি ইউরোপীয় কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ দিলেও হাঙ্গেরিকে ধন্যবাদ দেননি। বরং এসময় তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানকে রাশিয়ার ব্যাপারে ‘ইতোমধ্যে নেওয়া তার সিদ্ধান্ত’ ভেবে দেখার আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, “আপনি নিষেধাজ্ঞা আরোপ করবেন কি না তা নিয়ে দ্বিধায় আছেন? আপনার দেশের ভেতর দিয়ে অস্ত্র আসতে দেবেন কি না তা নিয়ে দ্বিধায় আছেন? আপনি দ্বিধায় আছেন রাশিয়ার সাথে বাণিজ্য করবেন কিনা? দ্বিধা করার সময় নেই। ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম