রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলের একটি লুহানস্ক প্রজাতন্ত্র গণভোটের আয়োজন করতে যাচ্ছে। অঞ্চলটির নেতা লিওনিড পাসেচনিক রবিবার এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেন এই পদক্ষের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে দেশটি বলছে, এর কোনো আইনগত ভিত্তি থাকবে না। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে এই উদ্যোগ শক্ত জবাব পাবে। রাশিয়া বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন থাকবে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, সাময়িক দখলকৃত অঞ্চলগুলোতে সকল ‘ভুয়া গণভোট’ অকার্যকর হবে। এর আইনগত কোনো ভিত্তি থাকবে না বরং আন্তর্জাতিকভাবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হবে।
লুহানস্কের আগের নাম ভোরোশিলোভগ্রাদ। এটি একটি শিল্পনগরী। এখানকার জনসংখ্যা ১৫ লাখ।
ইউক্রেনের লুহানস্ক রাশিয়ার সমর্থনপুষ্ট বিদ্রোহীদের এলাকা। এই বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০১৪ সালের পর কিয়েভ এই অঞ্চলসহ দুটি অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তখন থেকে ইউক্রেনের সেনাবাহিনী ও মস্কো–সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ দুই অঞ্চলকে গত ২৪ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিডিপ্রতিদিন/কবিরুল