স্থানীয়দের বিক্ষোভের মুখে ইউক্রেনের স্লাভাচ শহর ছেড়ে গেছে রুশ সেনারা- এমনটি দাবি করেছেন শহরের মেয়র। স্লাভাচ হচ্ছে ইউরোপের সবচেয়ে বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চেরনোবিলের ঠিক বাইরে অবস্থিত ছোট্ট একটি শহর।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মেয়র ইউরি ফোমিচেভ সোমবার এক অনলাইন ভিডিও পোস্টে বলেছেন- রুশ সৈন্যরা ‘যে কাজটি করতে চেয়েছিল’ তা তারা শেষ করেছে এবং স্লাভাচ শহর ছেড়ে গেছে। এটি স্লাভুটিচ নামেও পরিচিত।
শনিবার রুশ বাহিনী স্লাভাচ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মেয়রকে আটক করে। কিন্তু তাদের দখলদারির প্রতিবাদে স্থানীয় শত শত ইউক্রেনীয় নাগরিক পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
স্লাভাচ হচ্ছে মূলত বর্তমান-অফলাইন চেরনোবিল পারমাণবিক প্ল্যান্টের প্রয়োজনীয় শ্রমিকদের বসবাসের শহর। এই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেই ১৯৮৬ সালে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম