ইউক্রেনে যুদ্ধবিরতি ও মানবিক অবস্থার আরও উন্নতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
রবিবার পুতিনের সাথে ফোনালাপে এরদোগান রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির গুরুত্ব ও শান্তির প্রতিষ্ঠা এবং ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি উন্নয়নের মতো বিষয় নিয়ে কথা বলেছেন।
এক টুইটে তুর্কি প্রেসিডেন্টর কার্যালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতা ও চেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। ওই টুইটে আরও বলা হয়েছে, পুতিন তুরস্কে দ্বিতীয় দফা রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাবে রাজি হয়েছেন।
এদিকে আপাতত চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। সোমবার একথাই জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি জানিয়েছেন, কেবল ইউক্রেন-রাশিয়া প্রধান প্রধান ইস্যুগুলোতে একমত হতে পারলেই কেবল দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।
যদিও জেলেনস্কি বারবার বলে আসছেন তিনি এই যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসতে রাজি আছেন।
বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধির সাথে বৈঠক করলেও রাশিয়ার পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের ব্যাপারে বরাবরই আগ্রহ দেখায়নি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল