ইউক্রেন-রাশিয়া সংঘাতের সমাধানে এগিয়ে আসা দেশগুলোর মধ্যে তুরস্ক আছে সামনের সারিতে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দেশে এরই মধ্যে এক দফা শান্তি আলোচনায় বসেছিলেন, রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। রবিবারও পুতিনের সাথে ইউক্রেনের যুদ্ধবিরতি বিষয়ে কথা বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট।
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক সহকারী আইহোর ঝোভকভা জানিয়েছে, রাশিয়ার সাথে যে কোনো রকমের চুক্তির বিষয়ে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের নিরাপত্তা গ্রান্টার হওয়া দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম।’
যদিও ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার ওপর তেমন কোনো নিষেধাজ্ঞা বা ব্যবস্থা নিতে রাজি হয়নি এরদোগানের দেশ। উল্টো ইউক্রেন সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন এরদোগান।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল