পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব তুলেছে বিরোধীরা। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই ভোটের প্রস্তাব দেন প্রধান বিরোধী দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শেহবাজ শরীফ।
দুইদিন বিরতির পর সোমবারই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি ডেপুটি স্পিকার কাসিম খান সুরির কাছে পেশ করার পরই ৩১ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে।
পাকিস্তানী সংবাদমাধ্যম ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, শেহবাজ শরীফ পার্লামেন্টে বলেন, ‘আমি আপনার (স্পিকার) কাছে প্রস্তাবটি পেশ করার অনুমতি চাই। এই প্রস্তাবটি আগে থেকেই পার্লামেন্টের অ্যাজেন্ডায় ছিল।’
প্রস্তাবের পক্ষে ১৬১ আইন প্রণেতা ভোট দেওয়ার প্রস্তাবটি পেশ করার অনুমতি দেন ডেপুটি স্পিকার। প্রস্তাবটি পেশের পর কাসিম জানিয়েছেন, এর ওপর তর্ক-বিতর্ক ৩১ মার্চ অনু্ষ্ঠিত হবে। এসময় তিনি ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত পার্লামেন্টও মুলতবি ঘোষণা করেন।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল