পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ এরইমধ্যে অনাস্থা প্রস্তাব তুলেছেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণের করে ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত পার্লামেন্ট মুলতবি করেছেন। সাথে জানিয়েছে ওই দিন শুরু হবে এই প্রস্তাবের ওপর তর্ক-বিতর্ক। তবে এরই মধ্যে অনাস্থা ভোটের প্রভাব রাজনীতির ময়দান ছাপিয়ে পাকিস্তানের শোবিজ অঙ্গনেও পড়তে শুরু করেছে।
একদল সেলিব্রেটি দাঁড়িয়েছেন ইমরানের পক্ষে। পাকিস্তানের সুপরিচিত মুখ অভিনেতা আদনান সিদ্দিকি ইমরান খানের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ইমরান জননেতা। মানুষ তাকে ভালোবাসে এটা প্রমাণিত। তার দাবি, ইমরানকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। নতুন নির্বাচন বা নতুন নেতা কেউ এসে রাজকোষ ভরে দিতে পারবে না।
রইস সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসা পাকিস্তানি নায়িকা মাহিরা খানও দাঁড়িয়েছেন ইমরানের পক্ষে। টুইটে কেবল লিখেছেন, ‘ইমরান খান।’ সাথে জুড়ে দিয়েছেন প্রার্থনার প্রতীক জোড়া হাত।
আরেক অভিনেতা হুমায়ুন সায়িদ ও দাঁড়িয়েছেন ইমরান খানের পাশে। টুইটারে লিখেছেন, পিটিআই ও খেলোয়াড় ইমরানের একজন ভক্ত হিসেবে তার নেতৃত্বের প্রশংসা করছি। প্রার্থনা করছি তিনি যেনো তার নির্বাচনী মেয়াদ পূর্ণ করতে পারেন।
গায়ক বিলাল মাকসুদ টুইটে লিখেছেন, ‘অন্তত আগামী ১০ বছরের জন্য ইমরান খান আর পিপিটিআইকে পাকিস্তানের দরকার।’
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল