উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের হামলার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়া শিগগিরই আরও উন্নত ক্ষেপণাস্ত্র এমনকি পারমাণবিক অস্ত্রেরও পরীক্ষা চালাতে পারে। যেহেতু দেশটি অস্ত্রের আধুনিকায়নে কাজ করছে।
কিম জং উন বলেন, ‘বিপুল সামরিক শক্তির সাথে ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা যখন কারো কাছে থাকে তখনই কেবল যুদ্ধ এড়ানো যায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সাম্রাজ্যবাদীদের সব হুমকি এবং ব্ল্যাকমেইল নিয়ন্ত্রণে রাখা যায়।’
এর আগে, গত বৃহস্পতিবার দেশটি চলতি বছরে ১২তম বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এসময় নতুন ধরনের দীর্ঘ পরিসরের হাওয়াসং-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। বিশ্লেষকরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। পণাস্ত্রটির পরীক্ষা চালানো সময় বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের কিম জানান, যেকোনো হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়ার সক্ষমতা বাড়ানো হবে।
পিয়ংইয়ং জানায়, হাওয়াসং-১৭ সর্বোচ্চ ছয় হাজার ২৪৮ কিলোমিটার উচ্চতায় ৬৭ মিনিটে এক হাজার ৯০ কিলোমিটার দূরে অর্থাৎ কোরিয়ান পেনিনসুলা ও জাপানের জলসীমার মধ্যে পড়ে। উল্লেখ্য, গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক