রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কেবল বন্দরনগরী মারিওপোলে পাঁচ হাজার মানুষককে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
রাশিয়ার অনবরত গোলাবর্ষণের কারণে অনেকের মরদেহ সংগ্রহ করা যায়নি বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেনশিয়াল উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা। তিনি মানবিক করিডোর দেখাশোনার দায়িত্বেও আছেন।
তার অনুমান, সবমিলিয়ে ১০ হাজার মানুষ মারা যেতে পারে। তিনি বলেন, ‘অনবরত গোলাবর্ষণের কারণে গত ১০ দিন থেকে নিহতদের সৎকার বন্ধ রয়েছে।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল