রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত এক মাসের বেশি সময়ে ১৪৪ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের মানবাধিকার কমিশনার দেনিসোভা লিউদমিলা।
তিনি জানান, রাশিয়ার ছোড়া গোলায় আরও ২২০ শিশু আহত হয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই জানিয়েছিল, ইউক্রেনের ৪৩ লাখ শিশুর সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে।
যার মধ্যে ১৮ লাখ শিশু প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে ২৪ লাখ শিশু।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল