পরমাণু ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা করতে ইউক্রেনে গেছেন আন্তর্জানিত আণবিক সংস্থার (আইএইএ) পরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। এই সফরে তিনি ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন তিনি।
এসময় তিনি কারিগরি সহায়তা ও ঝুঁকি খতিয়ে দেখতে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাঠানোর প্রস্তাব দেবেন। গ্রোসি বলেন, ‘এই সামরিক সংঘাত ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর মতো ক্ষেত্রসমূহকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জরুরি ভিত্তিতে পরমাণু দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে যাতে কার্যক্রম অব্যাহত রাখা যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’
জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার আক্রমণের পর থেকেই পরমাণু দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ইউক্রেন। এছাড়াও চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য রুশ সেনাদের দায়ী করছে ইউক্রেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল