ভারতের আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ১৯০১ সালের পর ভারতের ইতিহাসে চলতি বছরের মার্চ মাসের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল (৩৩ দশমিক ১০ সেলসিয়াস), যা স্বাভাবিকের থেকে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ১২১ বছরের মধ্যে সর্বোচ্চ।
এমনকি, বৃষ্টিপাতের ঘাটতিতেও নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে মার্চ মাসে গড়ে ৩০.৪ মিমি বৃষ্টি হয়। কিন্তু এবার মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। ঘাটতি ৭১ শতাংশ। এর আগে ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার। কম বৃষ্টির নিরিখে ২০২২ সালের মার্চ তৃতীয়।
এর আগে জানুয়ারি মাসে মৌসম ভবনের রিপোর্টে জানানো হয়েছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সাল ছিল ভারতের উষ্ণতম বছরের নিরিখে পঞ্চম। কিন্তু এবারের মার্চ সেই সমস্ত রেকর্ড ভেঙে দিল।
সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ