শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্টি হয়েছে জনরোষ। গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আন্দোলনের লাগাম টানতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সরকারের দাবি, ভুয়া তথ্য ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন খোদ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে নমাল রাজাপাকসে। তিনি নিজেও আছেন যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে। নমাল সরকারের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লকের সিদ্ধান্তটি আবারও বিবেচনা করা আহ্বান জানিয়েছেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর এই নিষেধাজ্ঞা পুরোপুরি অর্থহীন।
তিনি টুইটারে লিখেছেন, ‘আমি কখনও সোস্যাল মিডিয়া ব্লককারীদের মেনে নেবো না। এই ভিপিএনের সহজ লভ্যতার যুগে, আমি এটা এখনও ব্যবহার করছি। তাই এই ব্লক পুরোপুরি অর্থহীন। আমি কর্তৃপক্ষকে আরও প্রগতিশীল চিন্তা করতে বলছি, সাথে বিষয়টি পুর্নবিবেচনার দাবিও জানাচ্ছি।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল