ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার সেনাদের আক্রমণ অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই মন্তব্য করে বলেছেন, আন্তর্জাতিক আদালত এ বিষয়ে উদ্যোগ নিলে যুক্তরাজ্য তাতে পূর্ণ সমর্থন দিবে।
রোববার এক বিবৃতিতে লিজ ট্রাস বলেন, রাশিয়ার সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু ক্রমশ আমরা তাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের প্রমাণ পাচ্ছি।
ইউক্রেনে ‘অন্যায্য এবং অনর্থক’ আগ্রাসনে দেশটির নিষ্পাপ বেসামরিক নাগরিকদের ওপর রুশ সেনাদের আক্রমণ অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ৩৯তম দিনে (০৩ এপ্রিল) রুশ সেনারা রাজধানী কিয়েভে সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে শক্ত অবস্থান নিতে শুরু করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল