রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে তিনি এমন দাবি করেন। এসময় তিনি বলেন, রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত নুরেমবার্গের মতো একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে হাজির করা উচিত।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে দেওয়া এই ভাষণে ভোলোদিমির জেলেনস্কি একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন। তিনি দাবি করেন, ইউক্রেনে গত ৪১ দিনে রাশিয়া যা করেছে তার মাত্র একটি উদাহরণ বুচার ‘গণহত্যা’। যদিও বিবিসি এই ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি।
জেলেনস্কি বলেন, বিশ্ব এখনও সম্পূর্ণ সত্য জানতে পারেনি। তিনি অভিযোগ করেন, রাশিয়ার সামরিক বাহিনী দখল করা গ্রামগুলোতে প্রকাশ্যে লুটপাট করেছে।
এছাড়াও জাতিসংঘে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, এ আগ্রাসন বিশ্ব নিরাপত্তার পুরো কাঠামোকে বিপর্যস্ত করে তুলেছে। তাই রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ারও দাবি করেন জেলেনস্কি। জেলেনস্কি তার বক্তব্যের শেষ দিকে বলেন, জাতিসংঘ ‘আলোচনা ছাড়া’ ইউক্রেনের জন্য প্রকৃত পক্ষে কিছুই করতে পারছে না। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/আবু জাফর