এবার ইউক্রেনের বুচা শহরের হত্যাযজ্ঞ নিয়ে মুখ খুলল ভারত। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানিয়ে এ বিষয়ে স্বাধীন নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় ভারত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি এই বিষয়ে বলেন, “সম্প্রতি ইউক্রেনের বুচা শহরে মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিকে সমর্থন করি।”
পাশাপাশি ভারত নিজেদের পূর্ব অবস্থানে অনড় থেকে আরও বলে, দুই দেশের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে শেষ হওয়া উচিত।
উল্লেখ্য, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের শহর বুচায় একটি গণকবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা করে এই এই গণকবরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতেও যেতে পারে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম