রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে সংঘটিত চার ৬৮৪ যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা।
বুচা শহরে সাম্প্রতিক নৃশংসতার ভয়াবহতা প্রকাশ্যে আসার এসব তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর কার্যালয়।
প্রসিকিউটর কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার পর্যন্ত মোট চার হাজার ৪৬৮টি সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তাধীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই সংখ্যা প্রতিদিন শত শত হারে বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার আগ্রাসনের ফলে আনুমানিক ১৬৭ শিশু নিহত হয়েছে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর অফিস।
মঙ্গলবার বুচায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা কিয়েভের আশেপাশে সম্প্রতি মুক্ত হওয়া শহরগুলোকে ‘নরক থেকে নির্যাতিত অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন এবং নিজেদের মাটিতে ওই অমানবিক আচরণকারীদের শাস্তির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম