নিজের প্রতি অনাস্থা ভোট আনাকে বিদেশি ষড়যন্ত্র দাবি করে একটি হুমকির চিঠি পকেটে করে ঘুরে বেরিয়েছেন ইমরান খান। জনসভা, সংবাদ সম্মেলন ও জাতির উদ্দেশে টিভি ভাষণেও চিঠিটি হাত ঊঁচু করে দেখিয়েছেন ইমরান।
যদিও সেই চিঠিতে কী হুমকি আছে, তা কখনও প্রকাশ্যে আনেননি ইমরান। শেষ পর্যন্ত হুমকিদাতা হিসেবে ইমরান খান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান ডোনাল্ড লু’র নাম উল্লেখ করেছিলেন। ইমরান দাবি করেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে ডোনাল্ড লু বলেছেন, অনাস্থা ভোটে ইমরান টিকে গেলে বিপদে পড়বে পাকিস্তান। পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ক্ষমা করবে না।
তবে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে পাকিস্তানী রাষ্ট্রদূতের সাথে কথোপকথনের বিষয়টি এড়িয়ে গেছেন ডোনাল্ড লু। কিন্তু পাকিস্তানের প্রধান বিরোধী দল মুসলীগ লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলছেন, ইমরান আসলে ‘হুমকি চিঠির’ নামে নাটক সাজিয়েছেন। আর সেই নাটকে তাকে সহযোগিতা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কথিত ‘হুমকির চিঠি’র খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা। ইমরান জনসভায় চিঠির বিষয়টি তোলার একদিন আগেই কেন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদকে ব্রাসেলসে পাঠানো হল। কেন চিঠিটি সুপ্রিম কোর্ট ও জাতির সামনে পেশ করা হয়নি? আসলে এমন কোন চিঠিই নেই।’
মরিয়ম আরও বলেছেন, ‘এই চিঠি ছিল একটা নাটক, কেনো রাষ্ট্রদূতকে ওয়াশিংটন থেকে রাতারাতি ব্রাসেলসে পাঠানো হয়েছে। এটা যে নাটক ছিল তা পুরোপুরি পরিষ্কার।’
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল