ইউক্রেনের শহর বুচায় বেসামরিক নাগরিকদের হত্যাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ গুরু পোপ ফ্রান্সিস।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বুধবার ভ্যাটিক্যান সিটিতে ভক্তদের মাঝে পোপ ফ্রান্সিস বুচা শহর থেকে পাঠানো ইউক্রেনের পতাকা তুলে ধরেন।
পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেন থেকে সাম্প্রতিক সময়ে আশা এবং স্বস্তির খবরের পরিবর্তে বুচা শহরের নৃশংসতার খবর এসেছে। নিষ্ঠুরতা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। বেসামরিক নাগরিক, অসহায় নারী এবং শিশুদেরও টার্গেট করা হয়েছে। ভুক্তভোগীদের নিষ্পাপ রক্ত স্বর্গ পর্যন্ত উঠে অনুনয় করছে, ‘যুদ্ধ বন্ধ কর, অস্ত্র ফেলে দাও, মৃত্যু এবং ধ্বংস বন্ধ কর।’
পোপ ফ্রান্সিস বুচা শহর থেকে পাঠানো পতাকা তুলে ধরে বলেন, গতকাল বুচা থেকে আমার কাছে এই পতাকা পাঠানো হয়েছে। এটা যুদ্ধ থেকে এসেছে আরও সঠিকভাবে বলতে গেলে শহীদদের শহর থেকে এসেছে।
ইউক্রেন থেকে পালিয়ে আসা শিশুদের মাঝে চকলেট, ইস্টার এগ বিতরণ করে পোপ ফ্রান্সিস বলেন, নিরাপদ শহরে তাদের পালিয়ে আসতে হয়েছে। এটা যুদ্ধের ফসল। এই শিশুদের ভুলে গেলে চলবে না, ইউক্রেনের মানুষদের ভুলে গেলে হবে না।
প্রসঙ্গত, বুচা ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর। রুশ সেনারা এই শহর ছেড়ে চলে যাওয়ার পর ইউক্রেনের সেনারা শহরে ঢুকে গণকবর এবং ৪১০ জনের বেশি বেসামরিক মানুষের লাশ উদ্ধার করেছে। এই ঘটনাকে ‘গণহত্যা’ অভিহিত করে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জোরালো হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল